রবিবার, ১৭ এপ্রিল, ২০১৬

পুলিশ হেফাজতে মৃত্যু -৫ জনের বিচার শুরু

এসআই জাহিদসহ ৫ জনের বিচার শুরু
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
 তিন বছর আগে রাজধানীতে পল্লবী থানা-পুলিশের হেফাজতে জনির মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
এই অভিযোগ গঠনের মধ্যদিয়ে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হল।
আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে রোববার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ অভিযোগ গঠন করে ১৬ মে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন । অভিযোগ গঠনকৃত অপর আসামিরা হলেন - এসআই রাশেদুল ইসলাম ও এসআই কামরুজ্জামান মিন্টু এবং পুলিশের সোর্স রাশেদ ও সুমন।
গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের শুনানি শেষে আজ (রোববার) আদেশের জন্য দিন ধার্য করেছিলেন আদালত।
পুলিশ হেফাজতে নির্যাতন করে মারার অভিযোগে ২০১৪ সালের ৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয়। নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি আদালতে মামলাটি দায়ের করেন। ওইদিন আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। গত বছর ১৭ ফেব্রুয়ারি মহানগর হাকিম মারুফ হোসেন বিচার বিভাগীয় তদন্ত শেষে ৫ জনকে অভিযুক্ত করে প্রতিবেদন দাখিল করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: