মঙ্গলবার, ১০ মে, ২০১৬

কারাগারে যাচ্ছেন নিজামীর স্বজনরা

কারাগারে যাচ্ছেন নিজামীর স্বজনরাস্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

 ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন তার স্বজনরা।
মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুপরোয়ানা সোমবার রাতে নিজামীকে পড়ে শোনানো হয়েছে। ফাঁসির কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজামীর স্ত্রী সামনুন নাহার নিজামী, ছেলে অ্যাডভোকেট নজির মোমেনসহ পরিবারের আটজন সদস্য বনানীর বাসা থেকে রওনা হয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের সড়কে সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
নিজামীর সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ তার স্বজনদের ডেকেছে, নাকি স্বজনেরা কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করেছেন, সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
ফাঁসি কার্যকর করতে জল্লাদ রাজুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।
২০১৪ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনাকারী ও উস্কানিদাতাসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে নিজামীকে মৃত্যুদণ্ড দেয়।
 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: