শিশু ও হতদরিদ্র শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠাঃ এগিয়ে আসুন আপনিও
স্বদেশসময়
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দীর্ঘ ১২ বছর ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশ নিচ্ছে সংস্থাটি। বিশেষ করে পথশিশু ও হতদরিদ্র শিশুদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে আমাদের সংস্থাটির। আমাদের আয়োজিত বিভিন্ন কার্যক্রমগুলো একনজরে ঘুরে দেখে আসতে পারেন সংস্থা ও এই https://www.facebook.com/swadesh.mrittika লিংকে গিয়ে। SEL,NDF,জনাব হাফিজুল্লাহ হায়দার,সালমা রহমান,রফিকা বিনতে জায়েদ সহ আরো অনেকের উদ্যোগে পশ্চিম আগারগাও একটি স্কুল প্রতিষ্ঠিত হয় যার নাম
স্বদেশ মৃত্তিকা বিদ্যানিকেতন। প্রায় শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র প্রদান করতে পেরেছিলাম আমরা। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল দরিদ্র শিশুদের জন্য একটি অবৈতনিক স্কুল প্রতিষ্ঠা করার। তাই আমরা চেষ্ঠা করে যাচ্ছি। সুহৃদ সহযোদ্ধার আশ্বাসের প্রেক্ষিতে আমরা স্বাধীনতার মাস মার্চের ১ তারিখে গাইবান্ধা সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের জন্য আরো একটি অবৈতনিক স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফাণ্ড গঠন। প্রাথমিক, মাসিক ও বাৎসরিক একটি ফাণ্ড গঠন করতে পারলে আমরা সহজেই এগিয়ে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যার্জনের পথে। এজন্য সমাজের বিত্তবান এবং সহৃদয়বান মানুষের কাছে সহযোগিতা চেয়ে ব্লগ ও অন্যান্য সামাজিক মাধ্যমে এই পোস্টটি প্রকাশ করেছি। -
অতএব, জনাব সমীপে বিনীত প্রার্থনা, বিষয়টি বিবেচনা করে এদেশে সার্বজনিন শিক্ষা বিস্তারে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা পরচিালতি স্বদশেমৃত্তকিা বদ্যিানকিতন তথা অত্র এলাকার দরিদ্র, অবহেলিত শিশুদের ভবিষ্যত শিক্ষা গ্রহণের কথা বিবেচনা করে আপনি/আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের সার্বিক সহযোগীতা করবেন ।
বিনীত নিবেদক
মোঃ আকবর হোসেন
চেয়ারম্যান
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা
swadesh.mrittika@yahoo.com,Mobail. 01552606061,01915166190
http://smmusbd.blogspot.com/, http://smmusbiddaniketon.simplesite.com/
0 coment rios: