সোমবার, ২১ মার্চ, ২০১৬

আবার মা হচ্ছেন ন্যানসি


স্বদেশসময়টোয়েন্টিফোর.কম

x

ন্যানসি/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

Decrease font Enlarge font
জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসির কোলে আসছে নতুন অতিথি। আবার মা হচ্ছেন তিনি।  খুশির খবরটি শোনা গেলো তার মুখে।
ন্যানসি জানান, নতুন অতিথির অপেক্ষায় আছেন তিনি ও তার স্বামী জায়েদ। তাদের ঘরের সন্তান নায়লা ও ন্যানসির আগের ঘরের সন্তান রোদেলাও নতুন অতিথি বরণে প্রস্তুত।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শিল্পী ন্যানসি বলেন, ‘আমি চাই ও সুস্থভাবে পৃথিবীতে আসুক। মানুষের মতো মানুষ হবে এমন প্রত্যাশা করি।’

ন্যানসি আরও জানান, নতুন অতিথি ছেলে নাকি মেয়ে সেটা আগেভাগে জেনে নেওয়ার আগ্রহ থাকলেও তিনি এমন কাজটি করছেন না।

এদিকে ন্যানসির নতুন অ্যালবাম ‘ভালোবাসো বলেই’ অবশেষে প্রকাশ হলো জিপি মিউজিক থেকে। কিছুদিন পর সিডি আকারে বাজারে আসবে এটি। আহমেদ রিজভীর কথায় অ্যালবামটি বাজারে আনছে সাউন্ডটেক।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: