স্বদেশসময় : বলা হয়ে থাকে বলিউড তারকারা বিয়ের পর
পুরোদস্তুর সংসারী হয়ে যান। আর যখন মা হয়ে যান তখন তো আর দেখাই যায় না। তবে
এ দুটো কথাই পুরোপুরি মিথ্যা করে দেয়া তারকাদের একজন সাবেক বিশ্বসুন্দরী
ঐশ্বরিয়া রাই বচ্চন।
কারণ বিয়ে এবং সন্তান জন্মদানের পরও বলিউডে সরব বচ্চন বাড়ির বউ। মাঝখানে কিছুদিন বিরতি দিয়ে ফিরে এসেই বাজিমাত করেছেন ‘জাজবা’ ছবিতে। আর বর্তমানে কাজ করছেন ওমাং কুমারের ছবি ‘সর্বজিত’ চলচ্চিত্রে।
ছবিটিতে ঐশ্বরিয়া কাজ করেছে পাকিস্তানে কারাগারে আটক ভারতীয় নাগরিক সর্বজিত সিংয়ের বোন দালবীর কাউরের ভূমিকায়। আর সম্প্রতি ছবিটিতে ঐশ্বরিয়ার নতুন লুক প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে অ্যাশকে দেখা গেছে একজন ঘরোয়া নারীর বেশে। যার পরনে রয়েছে লাল জরির সালোয়ার কামিজ, আর চেহারায় বাঙালি নারীর মোহনীয়তা ও মমতা।
এর আগে ছবিটির প্রথম লুকে সাধারণ সালোয়ার-কামিজ পরিহিতা ঐশ্বরিয়াতে দেখা গেছে একটি ডেস্কে বসে আছেন। কিছুটা বিমর্ষ ও চিন্তিত অবস্থায় দেখা গেছে তাকে।
ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুদা। আর অভিনেত্রী রিচা চাড্ডা সর্বজিতের স্ত্রী সুখপ্রীতের চরিত্রে অভিনয় করবেন।
ছবিটি আগামী ১৯ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
0 coment rios: