স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: নাশকতার ২ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছে আদালত। পল্টন থানায় দায়ের করা ওই মামলাটি পুনর্বিবেচনা করে আদালত এই সিদ্ধান্ত দেয়।
এর আগে বুধবার সকালে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী মির্জা ফখরুল সিএমএম আদালতে আত্মসমর্পণ করে আদালত বরাবর জামিন আবেদন করেন। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবী শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরপর দুপুরে মির্জা ফখরুল শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও জয়নাল আবেদীন মেজবাহ জামিনের আবেদন পুনর্বিবেচনা করার জন্য আবেদন জানান। আদালত তখন আবেদন মঞ্জুর করে জামিন দেন।
নাশকতার অভিযোগে ২০১৫ সালের জানুয়ারি মাসে করা এই মামলাগুলোতে মির্জা ফখরুল জামিনে মুক্ত ছিলেন। পরে হাইকোর্টের আদেশে বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
0 coment rios: