বুধবার, ৩০ মার্চ, ২০১৬

বিশ্বের সবচেয়ে লম্বা খরগোশ


স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
  সাধারনত খরগোশ বলতে বোঝায় ছোট নিরীহ প্রাণী৷ কিন্তু আমেরিকার জেফকে দেখলে সেই ভুল ভাঙতে বাধ্য৷ কারণ ১৮ মাস বয়সি কন্টিনেন্টাল জায়ান্ট খরগোসটি ইতিমধ্যে তার বাবা ডরিয়াসের গিনিস বুকের রেকর্ডটি ভেঙে দিয়েছে৷ এখনই তার উচ্চতা চার ফুট পাঁচ ইঞ্চি৷ এবং তা চেহারায় একটি সাত বছরের শিশুর সমান৷

জেফের মালিক অ্যানেট এডওয়ার্ডস, যিনি গত দশ বছর ধরে এই ধরনের প্রজাতির খরগোশ লালন-পালন করছেন, এক সাক্ষাৎকারে জানান,‘ওরা খুবই সুন্দর সৃষ্টি, আমি ওদের প্রত্যেককেই খুব ভালোবাসি৷ ওদের এক একজনের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং ওরা খরগোশের মতো নয় অনেকটা কুকুরের মতো আচরণ করে৷’ ওদের খাবার সম্পর্কে অ্যানেট জানান,‘ওরা সবসময় এক্সারসাইজ করে এবং ভালো খাবার খায়৷ ওদের যা খুশি খাওয়ানো যায় না৷’

জেফ বাদেও এনেয়া নামে ওর বোন যার মাত্র পাঁচ মাস বয়স বর্তমানে ৩ ফুট তিন ইঞ্চি লম্বা৷ অর্থাৎ বলা যায়, কয়েকদিনের মধ্যে সে জেফের রেকর্ডটিও ভেঙে দিতে পারে৷

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: