স্বদেশসময়: কক্সবাজারে একটি এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষায়িত বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ দিকে গুরুত্ব দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে একটি এ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ দিয়েছেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভৌত ও একাডেমিক সুবিধা বৃদ্ধিকরণ’ প্রকল্প অনুমোদন দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুশাসন দিয়েছেন যে, বর্জ্য ব্যবস্থাপনা ও জলাশয়ের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে।
তিনি জানান, ঢাকার বাইরে বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে গড়ে উঠা মুদ্রণ শিল্পেগুলোকে পরিবেশবান্ধব স্থানে স্থানান্তরের লক্ষ্যে মুন্সিগঞ্জে ‘বিসিক মুদ্রণ শিল্পনগরী’ স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ১৪০ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
0 coment rios: