বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০১৬

কোহলির ফিফটিতে ১৫০ পেরিয়ে ভারত

ম্যাচের একটি দৃশ্য


স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
  : টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৬১ রান। বিরাট কোহলি ৬৩ ও মহেন্দ্র সিং ধোনি ১০ রান নিয়ে ব্যাট করছেন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। শিখর ধাওয়ানকে বাদ দিয়ে ওপেনিংয়ে অজিঙ্কা রাহানেকে নিয়ে আসা ভারতের ব্যাটিংয়ের শুরুটা হয় দারুণ। আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মূলত রোহিত শর্মা। তার ঝোড়ো ব্যাটিংয়ে ভারত পাওয়ার প্লে’র ৬ ওভারে কোনো উইকেট না হারিয়ে তোলে ৫৫ রান।
টুর্নামেন্টে ভারতের পঞ্চাশোর্ধ রানের ওপেনিং জুটি এটাই প্রথম। তবে জুটিটা আর বেশি বড় হয়নি। বিধ্বংসী হয়ে ওঠা রোহিতকে এলবিডব্লিউ করে ৬২ রানের জুটি ভাঙেন স্পিনার স্যামুয়েল বদ্রি। ৩১ বলে ৩টি করে চার ও ছক্কায় ৪৩ রান করেন রোহিত।

পরের ওভারেই ইনিংসের সবচেয়ে ‘বড় সফলতা’টা পেতে পারতো ওয়েস্ট ইন্ডিজ। ব্যক্তিগত ১ রানেই সাজঘরে ফিরে যেতে পারতেন ভারতের ব্যাটিং কাণ্ডারি বিরাট কোহলি। কিন্তু কোহলিকে রান আউট করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিনেশ রামদিন ও ডোয়াইন ব্রাভো।

ব্রাভোর স্লোয়ার বল ক্রিজ ছেড়ে উঠে এসে মারতে গিয়েছিলেন কোহলি, তবে বলে-ব্যাটে এক করতে পারেননি। কোহলি তখন ক্রিজের বাইরেই। কিন্তু উইকেটরক্ষক রামদিনের থ্রো স্টাম্প মিস করার পর খুব কাছে থেকে ব্রাভোও বল স্টাম্পে লাগাতে ব্যর্থ হন। ফল, রান আউটের সুযোগ হাতছাড়া।

ব্যক্তিগত ১ রানে জীবন পাওয়া কোহলিকে নিয়ে দ্বিতীয় উইকেটে আরেকটি পঞ্চাশোর্ধ জুটি রাহানে। দলীয় ১২৮ রানে রাহানেকে ফিরিয়ে (৪০) ৬৬ রানের জুটি ভাঙেন আন্দ্রে রাসেল। ছক্কা হাঁকাতে গিয়ে মিডউইকেট বাউন্ডারির কাছে ব্রাভোর হাতে ধরা পড়েন রাহানে।

ভারতীয় দলে দুটি পরিবর্তন এসেছে। ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া যুবরাজ সিংয়ের সঙ্গে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। এই দুজনের জায়গায় একাদশে এসেছেন অজিঙ্কা রাহানে ও মনিষ পান্ডে।

ওয়েস্ট ইন্ডিজ দলেও দুটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে বিশ্রামে থাকা ক্রিস গেইল অনুমিতভাবেই একাদশে ফিরেছেন। বাদ পড়েছেন এভিন লুইস। আর ইনজুরিতে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া আন্দ্রে ফ্লেচারের জায়গায় একাদশে ঢুকেছেন লেন্ডল সিমন্স।

বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড। আজ যারা জিতবে তারাই আগামী রোববার কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের সঙ্গে শিরোপা-যুদ্ধে নামবে।
 

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: