স্বদেশসময়
টোয়েন্টিফোরডটকম :
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের ভেতরে পরীক্ষার্থী ও
সংশ্লিষ্টরা ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
(ডিএমপি)।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ডিএমপি অর্ডিন্যান্স
নম্বর- III/১৯৭৬ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নিষেধাজ্ঞা জারি
করেন। ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ এপ্রিল সারাদেশে একযোগে এইচএসসি, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএস সি- ভোকেশনাল, এইচএসসি- বিএম, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার দিনগুলোতে এ আদেশ বলবৎ থাকবে।
0 coment rios: