স্বদেশসময় অতি শীঘ্রই চাকরির বাজারে রোবটের আগমন হতে চলেছে। ২০২০ সালে এই প্রক্রিয়া শুরু হবে বলে বিজ্ঞানীরা আশা ব্যক্ত করেছেন। আপনার চাকরিও থাকতে পারে হুমকির মুখে।
তবে আপনার জন্য ভাল খবর হল আপনি যদি কোন দক্ষতার কাজ করে থাকেন যেমন- ফটোগ্রাফি, শিক্ষামূলক কাজ যেমন নার্সিং বা যে সকল কাজে মানুষের দক্ষতার প্রয়োজন হয় এবং সৃজনশীল কাজ তাহল আপনি সম্ভবত নিরাপদ।
কিন্তু আপনি যদি কোন ফ্যাক্টরিতে কাজ করেন এবং আপনার কোন মালামাল বহনের কাজ করতে হয় তাহলে আপনি ঝুঁকিতে রয়েছেন। কোরিয়া নিয়োগ ইনফরমেশন সার্ভিসেস (কেইআইএস) এর একটি রিপোর্ট অনুযায়ী এই তথ্য পাওয়া যায়।
তাদের তথ্য অনুযায়ী মোট ৪০৬ ধরণের কাজে ঝুকি রয়েছে। যা ২০২০ সাল থেকে রোবটেরা করবে।
তবে রোবট এই সকল কাজ করলে মানুষের একদিকে উপকার হবে। অল্প সময়ে অনেক কাজ সম্পন্ন করা যাবে। যে সকল কাজে অনেক শক্তি অপচয় হয় তা রোবট করবে।–সুত্র: মেট্রো।
0 coment rios: