স্বদেশসময়
মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়াসা ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, দামপাড়া ক্যাম্পাসে বিবিএর ৩১ তম ব্যাচের ফ্রেশার্স প্রোগ্রাম উপলক্ষে মহড়া চলছিল। সেখানে প্রভাব বিস্তাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় সোহেল ছুরিকাঘাতে গুরুতর আহত হয়।
আহত সোহেলকে প্রথমে নগরীর প্রবর্তক মোড়ে বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চমেকে আনার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিকেলের দায়িত্বরত একজন চিকিৎসক জানান, সোহেলকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। এ ছাড়া আহত অবস্থায় ভর্তি আছেন নোটন শীল, মো. আহাদ ও মো. ইমতিয়াজ নামের তিন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী বলেন, ছাত্রদের দুই গ্রুপের রেষারেষির ঘটনাকে কেন্দ্র করে আজকের এ ঘটনা ঘটে।
0 coment rios: