রোহিত শর্মাকে (১৬ বলে ১৮ রান) ফিরিয়ে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর
রহমান। তার স্লোয়ার বল উড়িয়ে মারতে গিয়ে সাব্বির রহমানের ক্যাচে পরিণত হন
রোহিত।
মুস্তাফিজুর রহমানের পর আঘাত হানেন সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনারের বলে এলবিডব্লিউ হন শিখর ধাওয়ান (২২ বলে ২৩ রান)।
ঝড়
তোলার আগে বিরাট কোহলিকে (২৪ বলে ২৪ রান) ফেরান শুভাগত হোম চৌধুরী। আগের
বলে ছক্কা হাঁকানো কোহলি একই চেষ্টা করেছিলে পরের বলে। এবার স্ট্যাম্প ভেঙে
যায় তার।
বোলিংয়ে এসেই আঘাত হানেন মাহমুদউল্লাহ। তার বল লেগে ঘুরাতে
গিয়ে ঠিক মতো খেলতে পারেননি যুবরাজ সিং (৬ বলে ৩ রান)। ব্যাটে কানায় লেগে
ওপরে উঠে যাওয়া বল তালুবন্দি করেন আল আমিন হোসেন।
বোলিংয়ে ফিরেই পর
পর দুই বলে জোড়া আঘাত হানেন আল আমিন হোসেন। তার প্রথম বল পুল করতে গিয়ে
সাব্বির রহমানের সহজ ক্যাচ পরিণত হন সুরেশ রায়না (২৩)।
পরের বলে সৌম্য সরকারের অসাধারণ এক ডাইভিং ক্যাচে পরিণত হন হার্দিক পান্ডিয়া (৭ বলে ১৫ রান)।
শেষ
ওভারের প্রথম বলে রবিন্দ্র জাদেজাকে ফেরান মুস্তাফিজুর রহমান। তার বলে
বোল্ড হন রানের গতি বাড়ানোর চেষ্টায় থাকা জাদেজা (৮ বলে ১২ রান)।
দুঃসংবাদ
দিয়ে দিন শুরু করা বাংলাদেশ পেয়েছে দুটি সুসংবাদ। টানা সাত ম্যাচে টস
হারের পর এবার জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। অসুস্থতা কাটিয়ে একাদশে
ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল।
বুধবার এম চিন্নাস্বামী
স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁচা-মরার ম্যাচে টস
জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি।
এর আগে
দিনের শুরুতে আইসিসি জানায়, শুনানির পর জুডিশিয়াল কমিশনার আন্তর্জাতিক
ক্রিকেটে তাসকিন আহমেদের বোলিংয়ের ওপর আনা নিষেধাজ্ঞা বহাল রেখেছেন।
পেটের
পীড়ায় গত সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি তামিম। বুধবার ম্যাচ
শুরুর আগেই দলের ম্যানেজার খালেদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে
জানান, শারীরিকভাবে খানিকটা দুর্বল হলেও ভারতের বিপক্ষে খেলবেন তামিম।
ছন্দে থাকা বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান ফেরায় বাদ পড়েছেন সাকলাইন সজীব।
এর
আগে নিজেদের প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারে
বাংলাদেশ। গাণিতিক আশাটুকু বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
নিউ
জিল্যান্ডের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে ভারত। দ্বিতীয়
ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শেষ চারের আশা বাঁচিয়ে রেখেছে দলটি।
এই গ্রুপ থেকে টানা তিন জয়ে সবার আগে সেমি-ফাইনাল নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড।
0 coment rios: