বিনোদন ডেস্ক
স্বদেশসময়
দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় থাকছে মুক্তিযুদ্ধে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশ টিভি কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘দেশ উৎসব’। অংশগ্রহণে জনপ্রিয় সংগীত, আবৃত্তি ও কৌতুকশিল্পীরা, উপস্থাপনা করবেন লাবণ্য ও মেহনাজ।
শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে স্বাধীনতা দিবসের নাটক ‘ইয়াহিয়া খান’। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে তারিক আনাম খান ও মাজনুন মিজান। রাত ৯টা ৪৫ মিনিটে ‘বেলা অবেলা সারাবেলা’য় থাকবেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, উপস্থাপনায় আসাদুজ্জামান নূর। ‘দেশ উৎসব’-এ গাইবেন শিল্পী ফাহমিদা নবী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ৪৫ মিনিটে।
রোববার (২৬ মার্চ) বিকেল ৩টায় থাকছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘তোমার জন্য মরতে পারি’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আহমেদ শরীফ। এদিন ‘দেশ উৎসব’-এ গাইবেন ন্যানসি ও ওয়ারফেইজ ব্যান্ড। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৭টা ৪৫ মিনিটে।
0 coment rios: