- আন্তর্জাতিক ডেস্ক
- স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: শত্রুর হুমকি মোকাবেলায় প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। বুধবার ধর্মীয় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
খামেনি বলেন, শত্রুকে মোকাবেলা করতে হলে আমাদের প্রতিরক্ষা শক্তি আরও বাড়াতে হবে। যে কোনো ধরনের আলোচনায় নিজের অবস্থান শক্তিশালী রাখতেও সামরিক শক্তি বাড়ানোর বিকল্প নেই।
তিনি বলেন, ইরানের ওপর আঘাত হানার জন্য অনেক দেশই হম্বিতম্বি করবে। তারা সামরিক শক্তির ওপরই সবচেয়ে বেশি নির্ভরশীল। আর তাই ইরানকে শক্তিশালী হয়ে উঠতে হবে। নইলে বিশ্বের খুব ছোট দেশগুলোও ইরানকে হুমকি দিতে কুণ্ঠাবোধ করবে না।
আগামীর বিশ্ব হচ্ছে ক্ষেপণাস্ত্রের, সংলাপের নয় মন্তব্য করে খামেনি বলেন, যাদের ধারনা আগামীর বিশ্ব সংলাপের, ক্ষেপণাস্ত্রের নয়, তারা অজ্ঞ। অজ্ঞতাই এমন কথা বলতে পারার মূল কারণ। আর জেনেশুনে এমন কথা কেউ বললে, জেনে রাখুন, সে হচ্ছে বিশ্বাসঘাতক।
তিনি বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা দেখে বিশ্বের আমেরিকা ও ইসরাইল বিরোধী দেশগুলো খুশি হয়েছে। আমরা কখনোই আলোচনার বিরোধী নই। তবে সে আলোচনা হতে হবে শক্তিশালী অবস্থানে থেকে সতর্কতার সঙ্গে।
0 coment rios: