স্বদেশসময়
কোমর ব্যথা খুবই কষ্টদায়ক। আর এটি প্রায় সারা জীবনই ভোগায়। কোমর
ব্যথা থাকলে কিছু কাজ একেবারেই এড়িয়ে যাওয়া উচিত, নয়তো সমস্যাগুলো বেড়ে
যায়।
ব্যায়াম করুন : অনেকে ভাবেন, কোমর ব্যথা হলে ব্যায়াম
করা যাবে না। ব্যায়াম কোমর ব্যথা কমাতে উপকার করে। ব্যায়াম পেশিকে শক্ত
করে এবং গাঁটে, ডিস্কে সঞ্চালন বাড়ায়। তবে কোন ধরনের ব্যায়াম আপনার জন্য
উপযোগী হবে, সেটি ফিটনেস ট্রেইনারের কাছ থেকে জেনে নিন।
ভারী জিনিস তুলবেন না : ঘন ঘন ভারী জিনিস তোলা কোমর ব্যথার কারণ হতে
পারে। তাই যদি কোমর ব্যথা থাকে, তবে ভারী জিনিস একেবারেই তুলতে যাবেন না।
ভারী জিনিস তোলার ক্ষেত্রে অন্যের সাহায্য নিন।
বসার ধরন : বসার সময় অঙ্গবিন্যাস ঠিকমতো না থাকলেও
কিন্তু কোমর ব্যথা হয়। সব সময় সামনের দিকে ঝুঁকে বসবেন না। সোজা হয়ে বসুন।
আর অন্তত এক ঘণ্টা পর পর হলেও একটু হাঁটুন, বসার প্যাটার্ন পরিবর্তন করুন।
পরোক্ষ চিকিৎসা : অনেকে কোমর ব্যথা হলে ঘরেই চিকিৎসা
করতে থাকেন। গরম বা ঠাণ্ডা পানির সেঁক দেন। এটি হয়তো সাময়িকভাবে আপনার
ব্যথা কমাবে। তবে দীর্ঘস্থায়ী ব্যথা কমানোর জন্য প্রয়োজন ব্যায়াম এবং সঠিক
অঙ্গবিন্যাস। চিকিৎসক ও ফিজিওথেরাপিস্ট আপনাকে সঠিক ব্যায়ামটি এবং সঠিক
অঙ্গবিন্যাসের ধরনটি বুঝিয়ে দিতে সাহায্য করতে পারে। তাই ঘরেই সব সময়
চিকিৎসা না করে চিকিৎসকের কাছে যান।
ব্যথাকে অবহেলা নয় : ব্যথাকে অবহেলা করবেন না। এক
সপ্তাহের বেশি ব্যথা থাকলে আর অপেক্ষায় থাকবেন না। অবশ্যই চিকিৎসক অথবা
ফিজিওথেরাপিস্টের কাছে যান। প্রথম দিকেই চিকিৎসা নিলে পরে ব্যথা বেশি বাড়বে
না বা আপনি ব্যথা নিয়ন্ত্রণের উপায়গুলো জানবেন
0 coment rios: