কুমিল্লা সেনানিবাস এলাকায় এই কলেজছাত্রীর হত্যাকাণ্ড নিয়ে নানা
প্রশ্নের প্রেক্ষাপটে সোমবার মুন্সীগঞ্জে এক অনুষ্ঠানে সাংবাদিকদের
প্রশ্নের উত্তরে একথা জানান তিনি।
হত্যাকাণ্ডের তদন্ত চলছে জানিয়ে
আসাদুজ্জামান কামাল বলেন, “সুরক্ষিত এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তাও খতিয়ে
দেখা হচ্ছে। তবে তদন্তের আগে বলা যাচ্ছে না।”
গত ২০ মার্চ রাতে
কুমিল্লা সেনানিবাস এলাকায় নিজের বাসার কাছে খুন হন কুমিল্লা ভিক্টোরিয়া
কলেজের ছাত্রী তনু। হত্যার আগে তাকে ধর্ষণ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
তনুর
বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মচারী ইয়ার আলী একটি মামলা করলেও কোনো
খুনিকে শনাক্ত কিংবা গ্রেপ্তার এখনও করতে পারেনি পুলিশ। মামলাটি এখন তদন্ত
করছে ডিবি।
এ্ই কলেজছাত্রীর হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতোমধ্যে সোচ্চার
সারা দেশে। সোস্যাল মিডিয়াও প্রতিবাদের ঝড় উঠেছে। এক সপ্তাহেও খুনি শনাক্ত
না হওয়ায় সমালোচনাও উঠেছে।
মুন্সীগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রী
মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু,
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করতে গেলে
আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের মুখে পড়েন
আসাদুজ্জামান কামাল।
সেনানিবাস এলাকায় খুন বলে তদন্ত বিঘ্নিত হচ্ছে
কি না- এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গোয়েন্দারা কাজ করছে, পুলিশ
তদন্ত করছে। তদন্ত কমিটিও হয়েছে।
“অন্য সব হত্যাকাণ্ডের মতো তনু হত্যাকাণ্ডেরও রহস্য উদঘাটিত হবে। আলামত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”
সেনা
কর্তৃপক্ষ খুনি গ্রেপ্তারে পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
সেইসঙ্গে বলেছে, সেনানিবাসের যে অলিপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটেছে, সেখানে
কোনো সীমানা প্রাচীর নেই।
0 coment rios: