বুধবার, ৩০ মার্চ, ২০১৬

মিমের ৩৫ লাখ টাকার পোশাক-অলঙ্কার!

Vision Led ad on bangla Tribune
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
‘পদ্মপাতার জল’ ছবির জন্য ৩৫ লাখ টাকা! না, বাক্য এখনও কিছু বাকি। এটি শুধু তাদের কস্টিউমের বাজেট! তন্ময় তানসেন পরিচালিত এ ছবিতে ৩৫ লাখ টাকার পোশাক ও অলঙ্কার ব্যবহার করা হয়েছে।
‘পদ্ম পাতার জল’ ছবির দৃশ্যে মিম।

আর তা বেশ বোঝা গেছে ছবির অভিনয়শিল্পী ইমন ও মিমের অঙ্গসজ্জায়।
বাজেটের বেশিরভাগ অর্থ ব্যয় করা হয়েছে তাদের জন্য। বিষয়টি নিয়ে পরিচালক বললেন, ‘ছবির পোশাক পরিকল্পনা আলাদাভাবে করা হয়েছে। মিম ও ইমনের দিকে তাকালে তা বোঝা যায়। আর অন্য চরিত্রগুলোর পোশাকও আমাদের নিজেদের কেনা ও তৈরি করা।’
‘পদ্ম পাতার জল’ মুক্তি পায় ২০১৫ সালে। এটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন লতিফুল ইসলাম শিবলী।
ব্রিটিশ ঔপনিবেশিক সময়ের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই চলচ্চিত্রের কাহিনি। এতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, চিত্রলেখা গুহ, নিমা রহমান, অমিত হাসান প্রমুখ। বিশেষ চরিত্রে ছিলেন নিপুণ।
‘পদ্মপাতার জল’ ছবির দৃশ্যে মিম ও ইমন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: