নৈতিক অবক্ষয়ের কারণে দেশে নারী ও শিশু নির্যাতন বাড়ছে
সামাজিক ও নৈতিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে দেশে নারী ও শিশু হত্যা,ধর্ষণ ও নির্যাতন জ্যামিতিক হারে বাড়ছে দাবী করেন একুশে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. উম্মে হাবিবা রহমান বলেছেন নারী জাগরণের মাধ্যমেই সকল অত্যাচার নির্যাতন ও অবিচার মুক্ত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। সমাজের সর্বক্ষেত্রে নারী অংশ গ্রহণ ও সম্ভ্রমের নিরাপত্তা নিশ্চিত করা একান্ত প্রয়োজন। তিনি বলেন দেশে নারী ও শিশু নির্যাতনের মাত্রা উদ্বেগজনক। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া ও বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রীতার কারণেই নারীর প্রতি সহিংসতা থামছে না। আইন শৃঙ্খলা চরম অবনতিতে জনমনে নাভিশ্বাস হয়ে উঠেছে দাবী করে বলেন তনু হত্যার সুষ্ঠু বিচার না হলে নারী ও শিশু নির্যাতনের মাত্রা আরো বেড়ে যাবে। সাংবাদিক সাগর- রুনির হত্যার বিচারের বাণী আজ নিভৃতে কাঁদছে। তিনি অবিলম্ভে তনু হত্যা সহ সকল হত্যা-ধর্ষণ, খুন গুম, অপহরণের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
তিনি আজ বৃহস্পতিবার বেলা ১১টায় মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের সামনে একুশে ফাউন্ডেশন ও সাপ্তাহিক আইনসমাজ পত্রিকার উদ্যোগে তনু হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন কর্মসূচীতে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
একুশে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ্যাড. উম্মে হাবিবা রহমানের সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী কামরুজ্জামান চৌধুরী মুকুল, আইন সমাজ বার্তা সম্পাদক এ্যাড. আজমল হোসেন, বাংলা স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যক্ষ আবুল কালাম আজাদ, হুমায়ুন ইসলাম, মোঃ নিজাম উদ্দিন জসিম, লোকমান হোসেন, এ্যাড. আল-আমিন প্রমুখ।
0 coment rios: