কারিশমা কাপুর এবং সন্দীপ তসনিওয়াল
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বিনোদন ডেস্ক :
অভিনেত্রী কারিশমা কাপুর এবং সন্দীপ তসনিওয়ালের প্রেমের গুঞ্জন বেশ
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। সম্প্রতি সঞ্জয় কাপুরের সঙ্গে ছাড়াছাড়ির পর
গুঞ্জন আরো বেড়ে যায়। তাদের প্রেমের গুঞ্জনে লেগেছে হাওয়া। শোনা যাচ্ছে,
একসঙ্গে ব্যাংককে ছুটি কাটাতে গেছেন তারা।পাতৌদির ছোট নবাব সাইফ আলী খান এবং তার বেগম কারিনা কাপুর ব্যাংককে ছুটি কাটাতে যান এ সপ্তাহের শুরুতে। সাইফ একটি বিজ্ঞাপনের কাজে গেলেও কারিনা ছুটি কাটাতেই গেছেন সেখানে। তাদের সঙ্গে ছিলেন কারিশমা কাপুর। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে এ তিনজনের সঙ্গে এই ট্যুরে যোগ দিয়েছেন কারিশমার কথিত প্রেমিক সন্দীপও। এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরো বলা হয়, সামনেই সন্দীপ তসনিওয়ালের ৩৭তম জন্মবার্ষিকী। আর জন্মদিনটি কারিশমার সঙ্গে কাটানোর জন্যই ব্যাংককে গিয়েছেন তিনি।
0 coment rios: