স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
শনিবার সকাল ৬টার দিকে উত্তরার জসীমউদদীন রোডে এ দুর্ঘটনা ঘটে। র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাবিবুর রহমান র্যাব সদর দফতরে ইন্টেলিজেন্স উইংয়ে কর্মরত ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি সেনাবাহিনীতে ওয়ারেন্ট অফিসার ছিলেন। সেখান থেকে তিনি র্যাবে আসেন।
তিনি আরো জানান, র্যাব-১ এর ব্যারাকে হাবিবুর রহমান থাকতেন। সেখান থেকে ছুটিতে শনিবার ভোরের দিকে বাসায় ফিরছিলেন। জসীমউদদীন রোডে তিনি রাস্তা পার হতে গিয়ে বাসের চাপায় পিষ্ট হন। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুফতি মাহমুদ খান জানান, বাদ জোহর র্যাব সদর দফতরে প্রথম দফা জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
0 coment rios: