সাইমন সাদিক
আকাশ আচার্য পরিচালিত মায়াবীনি চলচ্চিত্রে অভিনয় করছেন সাইমন সাদিক। এ চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজেই সোহাগ পল্লী যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে রাইজিংবিডিকে সাইমন সাদিক বলেন, ‘মায়াবীনি চলচ্চিত্রের গানের শুটিংয়ে সোহাগপল্লী যাচ্ছি। এখানে একটি গানের চিত্রায়ন হবে। দুই দিন থাকব। এ গানে আমার সঙ্গে অংশ নিবেন আইরিন। ফিরে এসেই নদীর বুকে চাঁদ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেব। তারপর শুরু করব তুই আমার্ চলচ্চিত্রের কাজ।’
এছাড়া পিএ কাজলের মন যারে চায় চলচ্চিত্রে অভিনয় করবেন সাইমন। এতে তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন অহনা। এ প্রসঙ্গে সাইমন বলেন, রোমান্টিক ঘরানার এই নতুন চলচ্চিত্রটির গল্প খুবই চমৎকার। গল্পটি শুনে আমি খুব উচ্ছ্বসিত। আর পরিচালক কাজল ভাই গুণী একজন পরিচালক। সম্প্রতি ওনার পরিচালনায় শেষ করলাম চোখের দেখা চলচ্চিত্রটি। আশা করি, মন যারে চায় চলচ্চিত্রটিও ভালো কিছু হবে।’
আগামী আগস্টে মন যারে চায় চলচ্চিত্রের শুটিং শুরু হবে। ঢাকাসহ বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে বলে জানা গেছে। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন সাইমন-অহনা। এর আগে একই নির্মাতার চোখের দেখা চলচ্চিত্রে জুটিবদ্ধ হয়েছিলেন তারা। এছাড়াও একই পরিচালকের প্রজাপতি মানুষ নামের আরেকটি চলচ্চিত্রে সাইমনের অভিনয়ের কথা রয়েছে বলেও জানা গেছে।
২০১০ সালে গুণী নির্মাতা জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সাইমন। ওই বছর জ্বী হুজুর চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক ঘটে তার। চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১২ সালে। এর পর একই পরিচালকের পোড়া মন সিনেমার মাধ্যমে আলোচনায় আসেন এই চিত্রনায়ক। তবে সাইমন অভিনীত বহুল আলোচিত সিনেমা রানাপ্লাজা চলচ্চিত্রটি নানা জটিলতায় এখনো মুক্তি পায়নি।
0 coment rios: