শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

বিট দ্য হিট



                                        ইলাস্ট্রেশন : দেওয়ান আতিকুর রহমান



স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:  ব্যবহারে ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার এমনিতেই গরম হয় তার ওপর প্রকৃতিতে চলছে দাবদাহ দরকারি কাজে এর মধ্যেও অনেককে ঘরের বাইরে ল্যাপটপ চালাতে হচ্ছে এমন পরিস্থিতিতে কম্পিউটার বিগড়ে যাওয়ার আশঙ্কা আছে কিছু পদ্ধতি মেনে চললে অবস্থায়ও ভালো থাকবে কম্পিউটার জানাচ্ছেন হাবিব তারেক


কুলিং ফ্যানের জায়গা ফাঁকা রাখুন

ডেস্কটপ কম্পিউটারের কেসিংয়ের পেছনে কুলিং ফ্যান থাকে। পাশে বাতাস বেরোনোর ব্যবস্থাও থাকে। এসব জায়গার আশপাশে ফাঁকা রাখুন, যাতে বাতাস বেরোতে সমস্যা না হয়। ল্যাপটপের কোন অংশে কুলিং ফ্যান কিংবা ফাঁকা আছে খেয়াল করুন। ওই অংশগুলো যেন ঢেকে না থাকে। কেসিংয়ের চারপাশে অন্তত দুই থেকে তিন ইঞ্চি জায়গা খালি রাখার চেষ্টা করুন

অনেক সময় কুলিং সিস্টেমে সমস্যা থাকতে পারে। সে ক্ষেত্রে অল্প ব্যবহারেই কম্পিউটার অস্বাভাবিক গরম হয়ে যেতে পারে। এমন অবস্থায় সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়াই ভালো। ধরনের পরিস্থিতিতে কুলিং ফ্যান কিংবা ল্যাপটপ পুড়ে যাওয়া বা দুর্ঘটনার আশঙ্কা আছে। যদি সব ঠিক থাকার পরও ল্যাপটপ অস্বাভাবিক গরম হয়, তাহলে বাড়তি কুলিং সিস্টেম কিনে ব্যবহার করতে পারেন। একাধিক ফ্যানযুক্ত কুলিং সিস্টেম ল্যাপটপের নিচে রেখে ব্যবহার করতে হয়

রাখুন ধুলামুক্ত
গরম অবস্থা কাটাতে কেসিং বা ল্যাপটপের কুলার অংশের আশপাশে খোলা রাখবেন। তবে এমন কোথাও রাখবেন না, যাতে খোলা অংশে অবাধে ধুলা প্রবেশ করে। কুলার সিস্টেমের ফ্যানে ধুলা জমলে সুযোগ থাকলে তা পরিষ্কার রাখাই ভালো। কম্পিউটারের কেসিংয়ের একাংশ খুলে ফ্যান যে কেউ পরিষ্কার করতে পারবে। তবে ওই অবস্থায় বিদ্যুৎ সংযোগ খুলে রাখতে হবে আর অভিজ্ঞ না হলে ল্যাপটপের কুলিং সিস্টেমে হাত না দেওয়াই ভালো

ফ্যান বদলান
ফ্যান নষ্ট হলে কিংবা স্বাভাবিক গতির চেয়ে ধীরে চললে তা বদলে নতুন করে লাগান। ফ্যান নষ্ট হওয়া অবস্থায় কম্পিউটার চালাবেন না। কম্পিউটার সাধারণত অনেক সময় ধরে চলে, তাই প্রসেসরের ওপরও চাপ পড়ে। ভালো মানের আকারে বড় ফ্যানও পাওয়া যায়। এগুলো স্টক কুলার থেকেও বেশ কার্যকর। চাইলে ধরনের কুলার সিস্টেম ব্যবহার করতে পারেন

বাড়ানো যায় ফ্যানের সংখ্যা
কেসিংয়ে সাধারণত একটি ফ্যান যুক্ত থাকে। চাইলে আরো লাগিয়ে নেওয়া যায়। প্রায় প্রতিটি কেসিংয়ের ভেতরেই দু-তিনটি কুলার ফ্যান লাগানোর সুযোগ থাকে। এই গরমে একাধিক ফ্যান লাগালে কম্পিউটার ভালো থাকবে, কেসিংয়ের ভেতরের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। ধরনের ফ্যান ৯০ থেকে ২০০ টাকার মধ্যে পাওয়া যাবে

পাওয়ার সাপ্লাই
ডেস্কটপ কম্পিউটারের কেসিংয়ে যে কয়টি কুলার সিস্টেম থাকে, সেগুলোর একটি পাওয়ার সাপ্লাই। পাওয়ার কেবলগুলো বাইরে থেকে সরাসরি পাওয়ার সাপ্লাইয়ে যুক্ত থাকে। সেখান থেকে পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থাপনায় কেসিংয়ে থাকা মাদারবোর্ডের সঙ্গে যুক্ত বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ করে। পাওয়ার সাপ্লাইয়ে বিদ্যুতের লোড বেশি হয়, তাই দ্রুত গরম হয়। এর ফ্যানও আকারে বড়। বিদ্যুৎ সমস্যায় পাওয়ার সাপ্লাই নষ্ট হওয়ার প্রবণতা বেশি
বাড়তি ফ্যানের লাইনগুলোও পাওয়ার সাপ্লাই থেকে যায়। তাই কেসিং কেনার সময় ভালো মানের পাওয়ার সাপ্লাই লাগানো আছে কি না দেখে নিন। কেসিংয়েরটি কোনো কারণে নষ্ট হলে ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনে ব্যবহার করুন। মানভেদে দাম পড়বে ৭০০ থেকে ২০০০ টাকা

ভিডিও কার্ড থাকলে
মাদারবোর্ডের পিসিআই স্লটে ভিডিও বা গ্রাফিকস কার্ড থাকলে কম্পিউটার স্বাভাবিকের চেয়ে বেশি গরম হতে পারে। বিল্টইন কার্ডের ক্ষেত্রে এমনটা হয় না। গরম নিয়ন্ত্রণে রাখার উপায়ও আছে। পিসিআই স্লটের উপযোগী ফ্যানও বাজারে পাওয়া যায়। যদি নিজে না পারেন, অভিজ্ঞদের সহায়তায় ধরনের ফ্যান লাগাতে পারেন

পরিচ্ছন্ন রাখুন
ঠাণ্ডা রাখার সঙ্গে পরিচ্ছন্ন রাখারও সম্পর্ক আছে। যদি কুলার সিস্টেমে ধুলা-ময়লা জমে তাহলে ঠিকমতো কাজ করবে না, আর কম্পিউটার অল্পতেই গরম হবে। তাই নিয়মিত পরষ্কার-পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন
মাসে অন্তত একবার কম্পিউটারের কেস খুলে ব্লোয়ার দিয়ে ভেতরের বিভিন্ন অংশ পরিষ্কার করুন। পাওয়ার সাপ্লাই খুলে কুলিং ফ্যান পরিষ্কার করতে পারলে বেশি ভালো হয়। আর না পারলে লাগানো থাকা অবস্থায়ই পরিষ্কার করুন
ব্লোয়ার কেনা যাবে ১৫০০ থেকে ২৫০০ টাকার মধ্যে

রোদে নয়
বাসার জানালার কাছে বা সরাসরি রোদ বা সূর্যের আলো পড়ে এমন জায়গায় কম্পিউটার না রাখাই ভালো। কম্পিউটার বন্ধ থাকা অবস্থায়ও সূর্যের আলো পড়ে গরম হয়ে যেতে পারে। এরপর কম্পিউটার চালু করলে দুই দিক থেকেই গরম হবে। তাই কম্পিউটার রাখার জায়গায় যেন গরম অবস্থা তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে

রুম ঠাণ্ডা রাখাও জরুরি
কম্পিউটারের ভেতরে ঠাণ্ডা রাখার পাশাপাশি রুম ঠাণ্ডা পরিচ্ছন্ন রাখাও জরুরি। এর জন্য যা করতে পারেন
অযথাই ইলেকট্রনিক কোনো কিছু অন করে রাখবেন না
রান্নাঘরের ধোঁয়া যদি রুমে ঢোকার সুযোগ থাকে তাহলে রুমের দরজা বন্ধ করে দিন
জানালা খোলা রাখুন, যাতে রুমের ভাপসা ভাব বেরিয়ে যায়
kalerkantho.com


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: