বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

বিশ্বে ৪২ কোটি মানুষের ডায়াবেটিস

বিশ্বে ৪২ কোটি মানুষের ডায়াবেটিস

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
  বর্তমানে বিশ্বে ৪২ কোটি ২০ লাখ মানুষ ডায়াবেটিসের ভুগছে। দিন দিন ডায়াবেটিস আক্রান্ত লোকের সংখ্যা বেড়েই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচও এই প্রথমবার বিশ্বের ডায়াবেটিস পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ডায়াবেটিস আক্রান্ত মানুষের তথ্য-উপাত্ত তুলে ধরে এর ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

বিবিসি অনলাইনের এক খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রতি ১১ জন প্রাপ্তবয়স্ক মানুষের ১ জন ডায়াবেটিস আক্রান্ত। এ সংখ্যা মারাত্মকভাবে বাড়ছে। ১৯৮০ সালে ডায়াবেটিস ছিল ১০ কোটি ৮০ লাখ মানুষের। কিন্তু ৩৫ বছর পর এ সংখ্যা দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লাখ।

রক্তে উচ্চমাত্রার চিনি মানুষের মৃত্যু ঘটায়। এ কারণে প্রতি বছর বিশ্বে ৩৭ লাখ মানুষ মারা যাচ্ছে। ডব্লিউএইচওর একজন কর্মকর্তা জানিয়েছেন, অনেক উদ্যোগ নেওয়া সত্ত্বেও ডায়াবেটিসে মানুষের মৃত্যু কমানো যাচ্ছে না।

বিশ্বে স্থ’ূল মানুষের সংখ্যা বাড়ছে। অতিরিক্ত ওজন এবং স্থ’ূলতা ডায়াবেটিসের কারণগুলোর মধ্যে উল্লেখযোগ্য। তা ছাড়া দরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন কারণে ডায়াবেটিসের প্রকোপ বাড়ছে।

ডব্লিউএইচওর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে ৮.৫ শতাংশ ডায়াবেটিসে ভুগছে। ২০১৫ সালে ডায়াবেটিসের কারণে ১৫ লাখ মানুষের মৃত্যু হয়। এ ছাড়া রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকোজ ২২ লাখ লোকের মৃত্যু ঘটিয়েছে। অর্থাৎ দেহে অতিরিক্ত সুগার ও গ্লুকোজের কারণে ২০১৫ সালে মারা যায় ৩৭ লাখ লোক। এদের মধ্যে ৪৩ শতাংশের মৃত্যু হয়েছে তাদের বয়স ৭০ বছর হওয়ার আগেই।

ডব্লিউএইচওর ডায়াবেটিস নিরাময় কার্যক্রমের চিকিৎসক এটিনি ক্রুগ বলেছেন, ডায়াবেটিস নিরব রোগ। কিন্তু ভয়ংকরভাবে বেড়ে যাচ্ছে। একে থামাতে হবে।

তিনি আরো বলেন, আমরা একে থামাতে পারি। কী করতে হবে তাও জানি। কোনোভাবেই একে আমরা স্বাভাবিকভাবে চলতে দিতে পারি না। কারণ মানুষের স্বাস্থ্য, পরিবার ও সমাজে এর বড় ধরনের বিরূপ প্রভাব রয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: