স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আগামীকালের ফাইনাল
ম্যাচের মধ্য দিয়ে। এই বিশ্বকাপে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে পাকিস্তান।
ব্যর্থতার জন্য জবাবদিহির মুখোমুখি পাকিস্তান দলের কোচ, অধিনায়কসহ দলের
অন্য খেলোয়াড়রাও। এই অবস্থায় বেশ কিছুদিন ধরেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের
চেয়ারম্যান শাহরিয়ার খানের পদত্যাগ নিয়েও গুঞ্জন উঠেছে ।শাহরিয়ার খানএতদিন নিরব থাকলেও নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন পিসিবি চেয়ারম্যান। সাংবাদিকদের পরিস্কারভাবে জানিয়েছেন, পদত্যাগের কোনো সম্ভাবনা নেই তার।
সাংবাদিকদের উদ্দেশ্যে ৮২ বছর বয়সি শাহরিয়ার খান বলেন, ‘আমি পদত্যাগের কথা বিবেচনা করছি গুঞ্জনটি সত্য নয়।’
বিশ্বকাপে গ্রুপপর্বে চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে পাকিস্তান। দলের এমন বিপর্যয় নিয়ে তদন্ত করছে পিসিবির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।
প্রসঙ্গত, এই মেয়াদের দায়িত্ব ছাড়াও ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন শাহরিয়ার খান।
0 coment rios: