ছবিঃ সজিব দত্ত
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: মাসের শুরু থেকে তাপদাহের পর বৈশাখের অষ্টাদশ দিনে কালবৈশাখীর বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। রোববার সন্ধ্যার এই বৃষ্টিতে অনেকেই স্বস্তির পরশ অনুভব করেছেন
তাপপ্রবাহে জনজীবন যখন অতিষ্ঠ, তখন আবহাওয়াবিদরা মে মাসের শুরুতেই বৃষ্টির আভাস দিয়েছিলেন। সেই বৃষ্টি ঝরেছে মে মাসের প্রথম দিনেই।সন্ধ্যার পর ধূলিঝড় শুরু হলে বিভিন্ন সড়কে থাকা সবাইকে আশ্রয়ের সন্ধানে ছুটোছুটি করতে দেখা যায়, তার পরপরই নামে বৃষ্টি।
বৃষ্টিতে স্বস্তি মিললেও ঝড়ে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
0 coment rios: