স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
এবার ভুল আইনে বিচার করায় ভিকটিমকে ১৪ বছর
জেলের ক্ষতিপূরণ হিসেবে ৫০ লাখ টাকা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছে
হাইকোর্ট। আজ বুধবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে এর বিস্তারিত জানা যায়।
জানা যায়, ধর্ষণের এক মামলায় ১৬ বছর আগে ভুল আইনে বিচার করায় ভোলার
চরফ্যাশনের আব্দুল জলিলকে এ ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেয়া
হয়েছে। একইসাথে জলিলের দ-াদেশ বাতিল করে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না
থাকলে তাকে অবিলম্বে মুক্তি দিতে বলাও হয়েছে। বিচারিক আদালতের রায়ের
বিরুদ্ধে জলিলের করা জেল আপিল নিষ্পত্তি করে গত বছরের ১৫ ডিসেম্বর বিচারপতি
এ এফ এম আবদুর রহমানের একক বেঞ্চ এ রায় দেয়। ওই রায় প্রকাশিত হওয়ার পর
আজ বুধবার আদালতের আদেশের বিস্তারিত জানা যায়। এ প্রসঙ্গে হাইকোর্ট
বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ বলেন, রায়টি প্রকাশিত হয়েছে।
যতদূর জানি জলিল এখনও মুক্তি পাননি।
২০০১ সালের এক ধর্ষণের ঘটনায় আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালত। সে সময় তার বয়স ১৫ বছর হলেও ওই মামলার বিচার চলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ওই আইনে অপ্রাপ্তবয়স্ক জলিলের বিচার চালানো ভুল ছিল জানিয়েই তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, এ আদালত মনে করে, রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামি আব্দুল জলিলকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করাই যুক্তিযুক্ত। এ মর্মে এ আদালত আসামি আব্দুল জলিলের জীবনের ১৪টি বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার আদেশ প্রদান করছে
২০০১ সালের এক ধর্ষণের ঘটনায় আব্দুল জলিলকে যাবজ্জীবন কারাদ- এবং ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালত। সে সময় তার বয়স ১৫ বছর হলেও ওই মামলার বিচার চলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। ওই আইনে অপ্রাপ্তবয়স্ক জলিলের বিচার চালানো ভুল ছিল জানিয়েই তাকে ক্ষতিপূরণ দিতে বলেছে হাইকোর্ট। রায়ে আদালত বলেছে, এ আদালত মনে করে, রাষ্ট্রপক্ষ কর্তৃক আসামি আব্দুল জলিলকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করাই যুক্তিযুক্ত। এ মর্মে এ আদালত আসামি আব্দুল জলিলের জীবনের ১৪টি বছরের বিনিময়ে রাষ্ট্রপক্ষকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ পরিশোধ করার আদেশ প্রদান করছে
0 coment rios: