স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বাংলাদেশ ব্যাংকের ছয় মহাব্যবস্থাপককে (জিএম) বদলি করা হয়েছে। রোববার এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়েছে।ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জিএম কাজী ছাইদুর রহমানকে রংপুর অফিসে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন এইচআরডি-২ এর জিএম আজিজুর রহমান। আর কাজী এনায়েত হোসেনকে এইচআরডির দায়িত্ব দেওয়া হয়েছে।
ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটিজিক ডিপার্টমেন্টের (এফএফএসপিডি) জিএম জোয়ার্দার ইসরাইল হোসেনকে গভর্নর সচিবালয়ে বদলি করা হয়েছে। গভর্নর সচিবালয়ে এতদিন দায়িত্ব পালন করছিলেন এস এম রবিউল হাসান।
বাংলাদেশ ব্যাংক ট্রেইনিং একাডেমির (বিবিটিএ) জিএম জামাল মোল্লাকে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে বদলি করা হয়েছে। এ ছাড়া কাজী এনায়েত হোসেনকে এইচআরডির জিএম হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
0 coment rios: