উল্টো পথে যান চলাচল বন্ধে হাইকোর্টের রু্ল
স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
রাজধানী ঢাকার রাস্তার উল্টো পাশ দিয়ে যান চলাচল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।জনস্বার্থে দায়ের করা এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (০৪ মে) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী, আইনজীবী আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম ও বেলায়েত হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।দুই সপ্তাহের মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, শিক্ষাসচিব, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আলী বলেন, মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ৪০(২) ধারা অনুযায়ী রাস্তার উল্টো পাশ দিয়ে গাড়ি চালানো শাস্তিযোগ্য অপরাধ।
উল্টো পাশ দিয়ে যান চলাচলের কারণে ঢাকা শহরে যানজট বেড়েই চলছে। এছাড়া এটা দুর্ঘটনারও অন্যতম কারণ। বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গাড়ি উল্টোপথে বেশি চলে। এ কারণে গত ০২ মে রাস্তার উল্টো পাশ দিয়ে যান চলাচল বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন ব্যারিস্টার মোহাম্মদ আলী
0 coment rios: