বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

‘দায়িত্বে অবহেলা করছে ঢাকা ওয়াসা’




স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম: 

রাজধানী ঢাকার ভূগর্বস্থ পানির স্তর নীচে নেমে যাওয়া এবং সুপেয় পানি সরবরাহ অপ্রতুলতা নাগরিক সমাজের উদ্বিগ্নতা নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মে ২০১৬ রোজ বৃহসপতিবার বিকাল .৩০ টায় পান্থপথ এসইএল সেন্টার মিলনায়তনে (৮ম তলায়) রাজধানী ঢাকার সুপেয় পানি সরবরাহ , ভূগর্বস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায়, নাগরিক সমাজের উদ্বিগ্নতা এবং আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয় নিরাপদ  
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ বান্না সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রীন মাইন্ড সোসাইটির নির্বাহী আমির হোসেন, স্বদেশ মৃত্তিকার মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব আকবর হোসেন, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর নির্বাহী সরদার হিরক রাজা, গ্রীন ক্লাব চান্দ্রাকন্দি শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এর এর নিরাপত্তা স্বাস্থ্য কর্মকর্তা জনাব শেখ আব্দুর রহমান, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ফাউন্ডেশনের নির্বাহী আমানুল্লাহ নোমান, এনডিএফ এর সমন্বয়কারী আশরাফ সিদ্দিক শিশির, কৃষিবিদ তপন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী এসইএল ভলান্টিয়ার্স এর নাজমুস সাকিব, তৈয়েবা তাবাস্সুম, শাহিন মিয়া, এনডিএফ এর সহ সমন্বয়কারী আনিস সিদ্দিক তুষার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দুলাল রব্বানী আব্দুল কাদির খন্দকার, রাসেল হোসেন, মশিউর রহমান, যুগ্ম মহাসচিব, স্বদেশ মৃত্তিকার মানব উন্নয়ন সংস্থা্‌ প্রমুখ সুপেয় পানি সরবরাহ যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি নাগরিকের অধিকার সুপেয় পানি প্রাপ্তী সভায় বক্তারা বলেন রাজধানীর দক্ষিন সিটি করপোরেশন এলাকার ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ড সিটি করপোরেশন এর আওতায় šর্তভুক্ত হলেও এলাকার নাগরিকের জন্য করপোরেশন থেকে তাদের ন্যায্য অধিকার পানি পয়ঃনিশ্কাষন ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয় নাই এলাকার অধিবাসীদের মধ্যে খোব তৈরী হচ্ছে তারা তাদের অধিকার সম্পর্কে এখন অনেক সচেতন হয়েছে তাদের দাবি ন্যায্য অথচ ঢাকা ওয়াসা তার দায়িত্ব অবহেলা করছে পয়নিস্কাশন, খাবার পানি সরবরাহ বিষয়ে তারা উদাসিন
  রাজধানীর প্রতিটি এলাকায় সুপেয় খাবার পানির অপ্রতুলতা চলছে ওয়াসা তিন বছর আগে ভূগর্বস্ত পানি উত্তোলন কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তারা প্রায় সব এলাকাতেই তাদের পানি উত্তোলন ডিপ টিউবঅয়েল গুলোকে নতুন করে আরো গভীরে বসাচ্ছে প্রতি বছর ঢাকার ভূগর্বস্থ পানির স্তর থেকে মিটার নীচে নামছে এটা জেনেও ওয়াসা তাদের পানি উত্তোলন বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না পানির স্তর নীচে নামার কারণ হিসাবে জনাব ইবনুল সাঈদ রানা বলেন ঢাকায় প্রতি বছর ফাঁকা জায়গা পাকা করা হচ্ছে নানা ধরনের অট্ট্রালিকা বানানোর জন্য ফসলী জমি, মাঠ পার্ক, পুকুর, জলাশয়, খাল, বিল , নদী এবং উম্মোক্ত স্থান দখল করে নানা ধরনের অট্ট্রালিকা গড়ে তোলা হচ্ছে ফলে বৃষ্টির পানি কোন ভাবেই ভূমির নীচে প্রবেশ করতে পারছে না  
এপ্রিল ২০১৬ মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এর পানি উত্তোলন প্রক্রিয়ায় ভূগর্বস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায় বিভিন্ন হল গুলোতে পানি সরবরাহ প্রায় তিন দিন বন্ধ ছিল, বিক্ষোবের মুখে কর্তৃপক্ষ তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করে পানি সরবরাহ করে কিন্ত সাধারণ নাগরিকের বসবাসের জন্য বিভিন্ন এলাকায় এমন তড়িৎ ব্যবস্থা গ্রহন খুব কমই লক্ষ্য করা যায় অথচ অহরহ এই পানি সমস্যায় ভুগছে সাধারণ মানুষ তবে প্রকৃত সমস্য হলো ভূগর্বস্থ পানি উত্তোলন নির্ভরতা কমাতে হবে এবং এখনই কর্তৃপক্ষের ব্যবস্থা নিতে হবে এনডিএফ এর সমন্বয়কারী বলেন ঢাকার আশপাশের নদী এবং ঢাকার ৪৩ টি খাল দখল মুক্ত করতে হবে পানির আধার রক্ষা করতে হবে এডভোকেট সুলতান মাহমুদ বান্না বলেন ভূগর্বস্থ পানি উত্তোলন কমাতে হবে, প্রাকৃতিক বৃষ্টির পানি এবং নদীর পানি ব্যবহার বাড়াতে হবে গ্রীন মাইন্ড সোসাইটির নির্বাহী আমির হাসান বলেন কামরাঙ্গির চর এলাকায় অতিসত্বর পানি সরবরাহ না হলে পানির জন্য হা হা কার তৈরী হবে, ক্রমেই লোক সংখ্যা বাড়ছে প্রতিটি বাড়ীতে ডিপ টিউবঅয়েল বসিয়ে পানি তোলছে, ছোট ছোট কলকারখানা বসানো হচ্ছে, পানির ব্যবহার বাড়ছে প্রতিদিন কাজেই সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হতে হবে স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন বলেন আমাদের সামাজিক সংগঠনগুলোর ঐক্যবন্ধ আহবান নাগরিকের পানি সমস্যায় সমাধান আনয়ন সম্ভব, কতৃপক্ষের টনক নড়াতে প্রয়োজন সামাজিক আন্দোলন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: