স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
রাজধানী
ঢাকার
ভূগর্বস্থ
পানির
স্তর
নীচে
নেমে
যাওয়া
এবং
সুপেয়
পানি
সরবরাহ
অপ্রতুলতা
নাগরিক
সমাজের
উদ্বিগ্নতা
নিরাপদ
ডেভেলপমেন্ট
ফাউন্ডেশনের
উদ্যোগে
৫
মে
২০১৬
রোজ
বৃহসপতিবার
বিকাল
৩.৩০ টায় পান্থপথ এসইএল সেন্টার মিলনায়তনে (৮ম তলায়) রাজধানী ঢাকার সুপেয় পানি সরবরাহ , ভূগর্বস্থ পানির স্তর নীচে নেমে যাওয়ায়, নাগরিক সমাজের উদ্বিগ্নতা এবং আমাদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। নিরাপদ
ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা‘র সভাপতিত্বে এবং সুলতান মাহমুদ বান্না‘র সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রীন মাইন্ড সোসাইটির নির্বাহী আমির হোসেন, স্বদেশ মৃত্তিকার মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান জনাব আকবর হোসেন, পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস এর নির্বাহী সরদার হিরক রাজা, গ্রীন ক্লাব চান্দ্রাকন্দি‘র শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান রাকিব, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স এর এর নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তা জনাব শেখ আব্দুর রহমান, বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর ফাউন্ডেশনের নির্বাহী আমানুল্লাহ নোমান, এনডিএফ এর সমন্বয়কারী আশরাফ সিদ্দিক শিশির, কৃষিবিদ তপন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এর
শিক্ষার্থী
এসইএল
ভলান্টিয়ার্স
এর
নাজমুস
সাকিব,
তৈয়েবা
তাবাস্সুম,
শাহিন
মিয়া,
এনডিএফ
এর
সহ
সমন্বয়কারী
আনিস
সিদ্দিক
তুষার,
জগন্নাথ
বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থী
দুলাল
রব্বানী
আব্দুল
কাদির
খন্দকার,
রাসেল
হোসেন, মশিউর রহমান, যুগ্ম মহাসচিব, স্বদেশ মৃত্তিকার মানব উন্নয়ন সংস্থা্
প্রমুখ। সুপেয় পানি সরবরাহ যেমন কর্তৃপক্ষের দায়িত্ব, তেমনি নাগরিকের অধিকার সুপেয় পানি প্রাপ্তী। সভায় বক্তারা বলেন রাজধানীর দক্ষিন সিটি করপোরেশন এলাকার ৫৫, ৫৬, ৫৭ নং ওয়ার্ড সিটি করপোরেশন এর আওতায় অšর্তভুক্ত হলেও ঐ এলাকার নাগরিকের জন্য করপোরেশন থেকে তাদের ন্যায্য অধিকার পানি ও পয়ঃনিশ্কাষন ব্যবস্থাপনায় এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়া হয় নাই। এলাকার অধিবাসীদের মধ্যে খোব তৈরী হচ্ছে। তারা তাদের অধিকার সম্পর্কে এখন অনেক সচেতন হয়েছে। তাদের দাবি ন্যায্য। অথচ ঢাকা ওয়াসা তার দায়িত্ব অবহেলা করছে। পয়নিস্কাশন, খাবার পানি সরবরাহ বিষয়ে তারা উদাসিন।
রাজধানীর প্রতিটি এলাকায় সুপেয় খাবার পানির অপ্রতুলতা চলছে। ওয়াসা তিন বছর আগে ভূগর্বস্ত পানি উত্তোলন কমিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও তারা প্রায় সব এলাকাতেই তাদের পানি উত্তোলন ডিপ টিউবঅয়েল গুলোকে নতুন করে আরো গভীরে বসাচ্ছে। প্রতি বছর ঢাকার ভূগর্বস্থ পানির স্তর ২ থেকে ৩ মিটার নীচে নামছে। এটা জেনেও ওয়াসা তাদের পানি উত্তোলন বন্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না। পানির স্তর নীচে নামার কারণ হিসাবে জনাব ইবনুল সাঈদ রানা বলেন ঢাকায় প্রতি বছর ফাঁকা জায়গা পাকা করা হচ্ছে নানা ধরনের অট্ট্রালিকা বানানোর জন্য। ফসলী জমি, মাঠ পার্ক, পুকুর, জলাশয়, খাল, বিল , নদী এবং উম্মোক্ত স্থান দখল করে নানা ধরনের অট্ট্রালিকা গড়ে তোলা হচ্ছে। ফলে বৃষ্টির পানি কোন ভাবেই ভূমির নীচে প্রবেশ করতে পারছে না।

0 coment rios: