বুধবার, ২৫ মে, ২০১৬

ঐশ্বরিয়া আলোচিত হতে চেয়েছিলেন : সোনম

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনম কাপুর

ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সোনম কাপুর

বিনোদন ডেস্ক : এবারের আসরসহ ১৫বার কান চলচ্চিত্র উৎসবে দেখা গেছে সাবেক মিস ওয়ার্ল্ড ঐশ্বরিয়া রাই বচ্চনকে। কানের লাল গালিচায় তার পোশাকের জন্য অনেকবারই আলোচনায় এসেছেন তিনি। কিন্তু এবারের আসরে বেগুনি ঠোঁটে লাল গালিচায় হাজির হয়ে সমালোচনায় এ তারকা অভিনেত্রী।

কসমেটিকস কোম্পানি ল’রিয়েলের প্রতিনিধিত্ব করতে কানের লাল গালিচায় হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া। এ কসমেটিকস প্রতিষ্ঠানের পণ্যের প্রয়োজনেই বেগুনি রঙে ঠোঁট রাঙিয়েছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু অভিনেত্রী সোনম কাপুর মনে করেন আলোচিত হওয়ার জন্যই এমনটা করেছেন ঐশ্বরিয়া।

এ সম্পর্কে ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সোনম বলেন, ‘ফ্যাশন এবং মেকআপের পুরো বিষয়টিই করা হয় যেন মানুষ এটি নিয়ে আলোচনা করে এবং আমার ধারণা তিনি আলোচিত হতে চেয়েছিলেন তাই এমনটা করেছেন। তিনি যা চেয়েছেন তা পেয়েছেন।’

ল’রিয়েল কোম্পানির জন্যই কী ঐশ্বরিয়া এমনটা করেছেন? উত্তরে সোনম বলেন, ‘আমার মনে হয় না সেদিন তিনি ল’রিয়েলের হয়ে হেঁটেছিলেন। এটি ছিল আমুলের বিজ্ঞাপনের জন্য।  মানুষ এটি নিয়ে আলোচনা করছিল। ১৫ বছর পুর্তি উপলক্ষে বিষয়টি দারুণ হয়েছে। তাকে নিয়ে সব জায়গায় আলোচনা হচ্ছিল।’ 

ল’রিয়েলের হয়ে কানের লাল গালিচায় সোনম কাপুরও হেঁটেছেন। তিনিও ভবিষ্যতে এ রকমভাবে ঠোঁট রাঙাবেন কিনা তার জবাবে নীরজা খ্যাত এ অভিনেত্রী বলেন, ‘এর আগে আমি বেগুনি রঙে ঠোঁট রাঙিয়েছি, এমনকি একটি ফটোশুটের জন্য কালো রঙের লিপস্টিকও ব্যবহার করেছি। কিন্তু কেউ আমাকে নিয়ে আলোচনা করেনি।’

অবশ্য কানের লাল গালিচায় পোশাকের জন্য সোনমও সমালোচিত হয়েছেন। এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘দুই একজন হয়তো বিষয়টি নিয়ে কৌতুক করেছে। কিন্তু আমি মনে করি ওই দিন আমাকে অসাধারণ লাগছিল। আমি নিজের জন্য সাজি এবং আমি মনে করি, সেদিন আমাকে চমৎকার লাগছিল।’

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: