
বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশমৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা এর তত্ত্বাবধানে পরিচালিত স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন শিশুদের শিক্ষা দ্বার খুলে দেয়ায় চেষ্টা করে যাছে। চার বছর আগে প্রতিষ্ঠিত স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন এখন শিশুদের পদচারনায় মুখর।

স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন স্কুলটিতে ৭০ জন শিক্ষা বঞ্চিত শিশু পড়া শুনা করে । স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন স্কুলের প্রথম শ্রেনির শিক্ষার্থী সোহাগ, সুইটি ,আস্রাফুল সহ আরও কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় তাদের পরিবার দরিদ্র এবং প্রত্যেক অভিভাবকের আয়ের উৎস হল দিন মজুরী। এমনকি শিক্ষার্থীরাও বিভিন্ন কাজ করে যেমন খাবারের দোকান,ফার্নিচারের দোকান, বাড়ির পরিচারিকা ইত্যাদি। শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত শিশুও রয়েছে। ৭০টি শিশু কে শিক্ষা দানের জন্য এসইএল চ্যারিটেবল ফাউন্ডশেন,দুই জন শিক্ষকের বেতন পরিশোধ করেন প্রতি মাসে, স্কুল ভাড়া, কলম,পেন্সিল চক এবং শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ বাবদ জনাব হাফিজুল্লা হায়দার, ইবনুল সাঈদ রানা,সালমা রহমান,রফিকা বিনতে জায়েদ,তানিয় সুলতানা সহ আরো অনেকে শিক্ষা সহায়ক বিভিন্ন উপকরণ দিয়ে সহায়তা করে যাচ্ছে। শিক্ষিকা সাথি বেগম জানান স্বদেশমৃত্তিকা বিদ্যানিকেতন স্কুলের শিশুরা ঝরে পড়া এবং সুবিধা বঞ্চিত হলেও পড়ায় মনযোগি এবং নিয়মিত স্কুলে আসে।

swadesh.mrittika@yahoo.com,Mobail.
01552606061,01915166190
http://smmusbd.blogspot.com/, http://smmusbiddaniketon.simplesite.com/
http://smmusbd.blogspot.com/, http://smmusbiddaniketon.simplesite.com/
0 coment rios: