রবিবার, ৮ মে, ২০১৬

বিএনপি শান্তিচুক্তির বিরোধিতা করেছিল : প্রধানমন্ত্রী

বিএনপি শান্তিচুক্তির বিরোধিতা করেছিল : প্রধানমন্ত্রী

বিএনপি শান্তিচুক্তির বিরোধিতা করেছিল : প্রধানমন্ত্রী

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি পাবর্ত্য শান্তিচুক্তির বিরোধিতা করেছে। এরপরও শান্তিচুক্তি হয়েছে এবং পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে।
আজ রবিবার রাজধানীর বেইলী রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পার্বত্য শান্তিচুক্তির অংশ হিসেবে যখন অস্ত্র সমর্পণের আয়োজন করা হয়, তখন বিএনপি হরতাল ডাকে। তারা বলেছিল, অস্ত্র সমর্পণ করা যাবে না।
শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী সে সময় বলেছিলেন, এই চুক্তি হলে নাকি ফেনী থেকে পুরো পার্বত্যাঞ্চল ভারতের নিয়ন্ত্রণে চলে যাবে। দেশের ভেতর থেকেই এই চুক্তির বিরোধিতা হয়েছে। কেন হয়েছে তাও জানি না তবু সেই চুক্তি হয়েছে। পার্বত্যাঞ্চলে শান্তি ফিরেছে।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রমুখ।
বেইলি রোডের অফিসার্স ক্লাব-সংলগ্ন ২ একরের নির্ধারিত স্থানে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবন গড়ে ওঠবে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: