বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

‘সমকামিতা ও ধর্মবিরোধী লেখা ফৌজদারি অপরাধ’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:

সচিবালয় প্রতিবেদক : সমকামিতা ও ধর্মবিরোধী লেখালেখিকে ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসব থেকে বিরত  থাকতে  সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আনন্যাচারাল সেক্স (সমকামিতা) ও ধর্মবিরোধী লেখালেখি ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ।’

বাংলাদেশে সফররত নিশা দেশাই বিসওয়ালের সঙ্গে বৈঠক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলহাজ ও তনয় হত্যাকাণ্ডে তারা গভীরভাবে উদ্বিগ্ন। বিষয়টি জানাতে তিনি এসেছিলেন। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশের নাগরিকরা টার্গেট কিনা, বাংলাদেশে আইএস কিংবা আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা আছে কিনা তা তিনি জানতে চেয়েছেন। আমরা পরিষ্কার করে বলেছি, এখানে কোনো আইএস নে্ই। আন্তর্জাতিক সন্ত্রাসী ও জঙ্গি গোষ্ঠীর অস্তিত্ব নেই। কখনো এ ধরনের সন্ত্রাসী জঙ্গি বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে সঙ্গে সঙ্গে তাদের ধরা হয়েছে। মূলত জুলহাজ-তনয়সহ যেসব হত্যাকাণ্ড হযেছে, সব আইএসের নামে দেশি জঙ্গিরা ঘটাচ্ছে। কিন্তু সবকিছু আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।’

বিদেশিরা সুনির্দিষ্টভাবে টার্গেটে নেই বলেও নিশা দেশাই বিসওয়ালকে আশ্বস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, আইএস সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের দিন। কিন্তু তারা এমন কোনো তথ্য দেননি। তারা আশঙ্কার কথা বলছেন। তারপরও আমরা তাদের তথ্যসহায়তা চেয়েছি, যাতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।’

জুলহাজ-তনয়সহ অন্যান্য হত্যাকাণ্ডে দেশি জঙ্গিরা জড়িত, এ দাবি করে আসাদুজ্জামান খান কামাল আরো বলেন, ‘এরা সবাই দেশি জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী। এরা একসময় হরকতুল জিহাদ, জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিমসহ বিভিন্ন নামে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চালিয়েছে। এখনো তারা সেই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যাতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়। কিন্তু তাদের সেই চেষ্টা সফল হবে না। আমরা তাদের কঠোর হস্তে দমন করেছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের কি্ছু ব্লগার ধর্মানুভূতিতে আঘাত দিয়ে লেখেন। তা কোনো ধর্ম সমর্থন করে না। সব ধর্মে এ ধরনের লেখালেখি নিষেধ। এটা সংবিধানের বিরুদ্ধে। দেশীয় আইনে তা ফোজদারি অপরাধও। সব ধর্মের মানুষ এখানে বসবাস করেন। কোনো ধর্মের মানুষ অন্যের ধর্মের ওপর আঘাত করতে পারেন না।’

মন্ত্রী বলেন, ‘সমকামিতা বা আনন্যাচারাল সেক্স এ দেশে নিষিদ্ধ। এটা আমাদের ধর্মে, সমাজে নিষিদ্ধ। পৃথিবীর বেশিরভাগ দেশেই এটা নিষিদ্ধ। এটাও ফৌজদারি অপরাধ। কাজেই এ দেশে এটার প্রচার-প্রচারণা করা অপরাধ। এ থেকে সংযত হওয়া উচিত। এসব বিষয় নিশা দেশাই বিসওয়ালকে জানানো হয়েছে। তিনি (নিশা) স্বীকার করেছেন, ধর্মকে কটাক্ষ করে লেখা ঠিক নয়। তবে বাংলাদেশের কঠোর অবস্থান ও  মনোভাবে খুন-খারাবি উৎসাহিত হবে কিনা, জানতে চাওয়া হলে আমি তাদের বলেছি, ব্লগে ধর্মবিরোধী লেখালেখি, আনন্যাচারাল সেক্স সরকার নিয়ন্ত্রণ করছে। তেমনই দেশের সব নাগরিকের সুরক্ষা দিচ্ছি। নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাসী জঙ্গি দমনও করে যাচ্ছি। কারণ সবাইকে রক্ষার দায়িত্ব সরকারের। এ ধরনের হত্যা যাতে না হয়, সে চেষ্টা করছি। আবার ধর্মবিরোধী লেখা যাতে কেউ না লেখেন, সে আহ্বানও জানাচ্ছি।’

সমকামিতা বাংলাদেশের সমাজে নিষিদ্ধ থাকলেও রূপবানের মতো পত্রিকা কীভাবে প্রকাশ হলো, জানতে চাইলেন তিনি বলেন, ‘সেই পত্রিকা যখন বের হয়, তখন তারা বলেনি যে সমকামিতা নিয়ে লিখবে। এসব বিষয় যখনই আমাদের চোখে পড়েছে, আমরা ব্যবস্থা নিয়েছি।’


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৈঠকে জুলহাজ-তনয়সহ বিভিন্ন হত্যাকাণ্ডের তদন্তে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চায়। আমরা বলেছি,  প্রয়োজন হলে সাহায্য চাওয়া হবে। আমরা কোন ধরনের সাহায্য চাই, তা তাদের বলেছি।’

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: