স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উত্তর ইব্রাহিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ চা বিক্রেতা মো. মহসিন (৫০) ও তার ছেলে মো. মিরাজকে (১২) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, বাবার শরীরের ২৫ এবং ছেলের শরীরের ১৫ ভাগ অংশ ঝলসে গেছে।
হাসাপাতাল সূত্র জানায়, দগ্ধ বাবা-ছেলেকে প্রথমে মিরপুরের একটি হাসপাতালে এবং পরে বিকেলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
প্রতিবেশী সামশুল জানান, ঘটনার সময় বাবা-ছেলে তাদের চায়ের দোকানে বসেছিলেন। এ সময় এক সিএনজিচালক দোকানের সামনে গাড়ি রেখে চা খেতে বসেন। এরই মধ্যে সিএনজির সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। আগুনের ফুলকি এসে পড়ে চায়ের চুলায়। মুহূর্তের মধ্যে দোকানে বসে থাকা মোহসিনের গায়ে আগুন লাগে। পরে বাবাকে বাঁচাতে এসে মিরাজও দগ্ধ হন।
0 coment rios: