স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নিজ দল আয়োজিত ‘প্রবৃদ্ধি, উন্নয়ন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বাজেট : বাস্তবায়নের পথনির্দেশনা কতটুকু? শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ।
মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘সংসদে এখন রাজনীতিবিদ বা রাজনীতি নাই। যারা জনগণের রাজনীতি করেন, তারা এখন আর সংসদে যেতে পারেন না। এখন সংসদে শুধু সোনার ছেলেরাই যান। দেশের মানুষ কী খেল বা না খেল, কতটা সুযোগ-সুবিধা পাচ্ছে, তা নিয়ে তারা কখনোই চিন্তা করেন না।’
মন্ত্রী হওয়ার পর জাসদের অপর অংশের সভাপতি হাসানুল হক ইনু বাকশক্তি হারিয়েছেন বলে মন্তব্য করেন মঈন উদ্দীন খান বাদল।
তিনি বলেন, ‘মন্ত্রী হলে সংসদে নেতাদের কথা বন্ধ হয়ে যায়। এর প্রমাণ হাসানুল হক ইনু। মন্ত্রী হওয়ার পর তিনি কথা বলা বন্ধ করে দিলেন। মন্ত্রী হয়ে কি কথা বলা যায় না?’
অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘প্রস্তাবিত বাজেটে কতটুকু আয় হবে, কতটুকু ব্যয় হবে তা নির্ধারণ করা হয়নি। তাই এ বাজেট বাস্তবায়ন করা সরকারের জন্য চ্যালেঞ্জ হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার এখন পুলিশের সহায়তায় আমলাতন্ত্রে বন্দী। তাই তাদের বিশ্বাস করা যাচ্ছে না।’
জাসদের একাংশের সভাপতি শরিফ নূরুল আম্বিয়ার সভাপতিত্বে সেমিনারে দলটির সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কার্যকরী সদস্য মো. খালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
0 coment rios: