স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বৈশাখী খাতুন : জমে উঠেছে ঈদের বাজার। পছন্দমতো সবাই কিনছেন নিজেদের জন্য পোশাক। ছেলেদের ঈদ পোশাকের ক্ষেত্রে সবার আগে মাথায় আসে যা তা হলো পাঞ্জাবি আর মেয়েদের ক্ষেত্রে থ্রীপিচ। ঈদের সকালে নামাজ এবং নিজেকে উৎসবের রঙে রাঙাতে পাঞ্জাবির জুড়ি নেই। এবারো নানা ধরনের পাঞ্জাবি ও থ্রীপিচ নিয়ে এসেছে এফ এস বাজার ফ্যাশন হাউস।
কও আছে কিছুটা। তাই পাঞ্জাবি ও থ্রীপিচটা হওয়া চাই আরামের।
প্রতিবারের মতোই নতুন সব ডিজাইনের পাঞ্জাবি ও
থ্রীপিচ নিয়ে এসেছে এফ এস বাজার । পাঞ্জাবিতে প্রাধান্য দেয়া হয়েছে বিভিন্ন ধরনের সুতি কাপড়ের। গলা, কলার, হাতা বা বুকের সামনে আছে নানা ধরনের নকশা। লাল, খয়েরি, কমলা, নীল, কালো, সাদা, ছাই, হালকা সবুজ বেগুনি ইত্যাদি রঙের পাঞ্জাবি পাওয়া যাচ্ছে এফ এস বাজারে । এবং এই সকল আধুনিক কাটছাঁটের পাঞ্জাবির দাম নির্ভর করছে এর কারুকাজের ওপর।
এবারের ঈদের পাঞ্জাবির কাপড়ের মধ্যে রয়েছে খাদি, মটকা, সুতি, রাজশাহী সিল্ক, আদি মহিশুর সিল্ক, অ্যান্ডি সিল্ক, প্রিন্স সামসী, কুশান, কাসিস, খানশা, শাহজাদা আদি, জয়শ্রী সিল্ক, অ্যান্ডি কটন, ইন্ডিয়ান সিল্ক, জাপানি ইউনিটিকা, তসর, সামু সিল্ক, ধুতিয়ান, ইন্ডিয়ান চিকেনসহ আরো নানা ধরনের কাপড়। বুকের দিকে ডাবল পকেট বা জরি সুতার কাজ করা। কোনো পাঞ্জাবিতে আবার ব্যবহার করা হয়েছে থ্রি-কোয়ার্টার হাতা।
0 coment rios: