বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

কীর্তিমানের গল্পকথা’য় রাজ্জাক










 কীর্তিমানের গল্পকথা’ অনুষ্ঠানটি গ্রন্থনা,পরিকল্পনা এবং নির্দেশনায় সাজ্জাদ কাদির ও নাজনীন দীপা।উপস্থাপনায় সাজ্জাদ কাদির।সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় অনুষ্ঠানটি ঈদের দিন বেলা ৩:৩০মি:-এ বিটিভি এবং বিটিভি ওয়ার্লডে একযোগে প্রচারিত হবে।

বিটিভির পাক্ষিক অনুষ্ঠান কীর্তিমানের গল্পকথা। এতে তুলে ধরা হয় সফল মানুষদের জীবনচিত্র। এবার ঈদ উপলক্ষে বিশেষভাবে তৈরি হয়েছে অনুষ্ঠানটি। অভিনেতা রাজ্জাককে নিয়ে নির্মিত এ অনুষ্ঠানে উঠে আসবে তাঁর ছেলেবেলা, চলচ্চিত্রে আগমন, ক্যারিয়ার, পারিবারিক জীবনসহ নানা গল্প। অনুষ্ঠানটির উপস্থাপক সাজ্জাদ কবির বলেন, ‘রাজ্জাক জীবন্ত কিংবদন্তি। সারা দেশে তাঁর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাদের কাছে রাজ্জাক আদর্শ। আমরা চেয়েছি সবাই রাজ্জাকের সফল হওয়ার গল্প শুনুক, জানুক। সে কারণে তাঁকে আমন্ত্রণ জানানো।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: