স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরা হচ্ছে- বটতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে মোবারক হোসেন (৩), একই গ্রামের সুজন মিয়ার ছেলে শাহীন মিয়া (৬), জিহাদ (২), সবুজ মিয়ার ছেলে নুরুন্নবী (৬), মেয়ে শাবনুর (৩), সুমনের ছেলে সানিমুন (৪), আলতু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১২), নূরুল আমীনের ছেলে সুমন (১৩), সিরাজ আলীর ছেলে রহমত উল্লাহ (১২) ও রহমত উল্লাহ খানের ছেলে ইয়াসিন খান (৩০)।
জানা গেছে, সদর উপজেলার বটতলা বাজারে মোবারক হোসেনের দোকান থেকে আজ সন্ধ্যায় ইফতারির সময় বুটভাজা খেয়ে সবাই বমি করতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়ে। এলাকাবাসী তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফখরুল হাসান চৌধুরী টিপু জানান, ওরা গ্রামের বাজার থেকে ইফতারি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে তাদের এ অবস্থা হয়েছে। তবে এরা আশঙ্কামুক্ত।
0 coment rios: