স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, সরকার এখন পর্যন্ত কোনো জঙ্গিকে চিহ্নিত করতে পারেনি। অথচ রমজান মাসে সারাদেশে অনেক সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে ২ হাজার ১০০ বিএনপির নেতা-কর্মী। আইন-শৃঙ্খলা বাহিনীকে সরকার উর্দিপরা ক্রিমিনাল বাহিনীতে পরিণত করেছে।
তিনি বলেন, সরকারের বিদায়ের তৃতীয় ঘণ্টা বেজে গেছে। এখন তারা মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে।
পুলিশের জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে সারা দেশে ৩ হাজার ২৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ নিয়ে গত তিন দিনের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার হলো ৮ হাজার ৫৬৯ জন। যার মধ্যে জঙ্গি সন্দেহে ১১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ দাবি করেছে।
0 coment rios: