স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী দিবস পালিত হচ্ছে আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো ২৬ জুন বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক মাদক ও নির্যাতন বিরোধী দিবস।
বিশ্বব্যাপী নির্যাতন বন্ধে ১৯৯৭ সাল থেকে জাতিসংঘে নির্যাতনবিরোধী দিবস পালনের প্রস্তাব গৃহীত হয়। দিবস দুটি উদযাপনে বিভিন্ন মানবাধিকার সংগঠন আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছে।
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। মাদকাশক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। সমাজের অবিবেচক মানুষের দ্বারা সৃষ্ট এই সমস্যা পরিবার এবং সমাজের শান্তি ও শৃঙ্খলাকে চরমভাবে বিঘ্নিত করে। অবৈধ মাদকদ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, মাদকাশক্তি এখন আর কোন ব্যক্তিগত সমস্যার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি এখন জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা। এ ব্যাপারে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ গণমাধ্যমকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস’ উদ্যাপন ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।
অপরদিকে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। মাদকের চোরাচালান ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন-শৃঙ্খলা ও দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়। মাদকের করাল গ্রাস থেকে দেশ ও জাতিকে রক্ষা করা বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে আমাদের সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। আমরা এ সংক্রান্ত আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করেছি। মাদক অপরাধ দমনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।
মাদকাসক্তিমুক্ত পরিবেশে তরুণদের মেধা ও সৃষ্টিশীলতাকে লালন করতে আমরা দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে মাদকবিরোধী কমিটি গঠন এবং মাদকবিরোধী সুনির্দিষ্ট কর্মসূচি পালনের নির্দশনা দিয়ে সরকারি আদেশ জারি করেছি। আমি মাদক সমস্যা সমাধানে সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠন, শিক্ষক, মসজিদের ইমাম, পিতা-মাতা, অভিবাবকসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে আরো এগিয়ে আসার আহ্বান জানাই।
0 coment rios: