স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
একই সঙ্গে ময়মনসিংহের ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় আটক গোলাম সরওয়ার রাহাতের জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
এর আগে এ দুজনকে হাইকোর্ট জামিন দিয়েছিল। হাইকোর্টের আদেশ নিয়ে কারাগার থেকে আব্দুল খায়েন বেরিয়ে গেলেও রাহাত এখনো কারাগারে আছে।
পরে খোন্দকার দিলীরুজ্জামান বলেন, হাইকোর্টে জামিন দেওয়ায় রাষ্ট্রপক্ষ এ বিষয়ে আপিল করে। সোমবার আদালত রাহাতের জামিন স্থগিত করে আব্দুল খায়েনকে আত্মসমর্পণের নির্দেশ দেন।
২০১৫ সালেল ১২ মে সিলেটের সুবিদবাজারে নিজের বাসার সামনে খুন হন বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস।
এদিকে ২০১৪ সালের ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহের ত্রিশালে প্রিজনভ্যান থেকে জেএমবির তিন দুর্ধর্ষ জঙ্গিকে ছিনিয়ে নেওয়া হয়। জেএমবির শীর্ষ পর্যায়ের এ তিন নেতা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন সালেহীন ওরফে সানি (৩৮) ও রাকিবুল হাসান ওরফে হাফেজ মাহমুদ (৩৫) এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম ওরফে বোমারু মিজান (৩৫)। এ ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গোলাম সরওয়ার রাহাতকে গ্রেপ্তার করে।
0 coment rios: