তাহসান-মৌসুমীর পত্রমিতালি
তাহসান, মৌসুমী হামিদ
‘অনামিকা’ শিরোনামের এই নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শিহাব শাহীন। এ নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, ১৯৮৮ সালের প্রেক্ষাপটে গড়ে উঠেছে নাটকের গল্প। গল্পে দেখা যাবে, মায়া আর লতা দুই বান্ধবী। রাজশাহীতে থাকে ওরা। তাদের শখ চিঠির মাধ্যমে কথা বলা।
তিনি আরো জানান, একদিন লতাকে দেওয়া মায়ার চিঠি ডাকবিভাগের ভুলে মাসুদ নামের একজনের হাতে চলে যায়। মাসুদ সিলেটের একটি কলেজের ইংরেজি শিক্ষক। মায়ার লেখা চিঠি পড়ে মুগ্ধ হয় মাসুদ। তারপর দুজনের মধ্যে পত্রমিতালির মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এভাবেই এগিয়ে গেছে নাটকের কাহিনি।
এতে শিক্ষক মাসুদের চরিত্রে অভিনয় করেছেন তাহসান। আর মায়া চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। মায়ার বান্ধবী লতার ভূমিকায় রয়েছেন শারমিন আঁখি।
0 coment rios: