স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দল আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছি। আমরা কখনো ভিক্ষা করব না। জাতির জনক বলেছিলেন, ভিক্ষুক জাতির লজ্জা থাকে না।’
এ সময় তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা সবাই করেছে। আইয়ুব খান ক্ষমতায় এসে চেষ্টা করছে- আওয়ামী লীগকে কীভাবে ভাঙবে, কীভাবে ধ্বংস করবে। সেই ইস্কান্দার মির্জা থেকে আইয়ুব খান; জিয়াইর রহমান, হুসেইন মুহাম্মদ এরশাদ থেকে খালেদা জিয়া সবাই আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করেছে।’
এর আগে বক্তব্যের শুরুতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের উৎসাহ দিতে দলীয় প্রধান শেখ হাসিনা শ্লোগান দেন- শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন।
সভায় আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি এ কে এম রহমতউল্লাহ, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও অর্থনীতিবিদ অনুপম সেন।
যৌথভাবে সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল।
0 coment rios: