স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম::
হাসপাতালে আহত মানিক কাজী
আজ মঙ্গলবার বিকেলে সদর উপজেলার মানিকহার গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বিকেলে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে কাঠি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ ও নবম শ্রেণির দুই ছাত্রীকে মানিকহার গ্রামের হেমায়েত কাজীর দুই ছেলে রুবেল কাজী (৩২) ও দোয়েল কাজী (২৯) উত্যক্ত করে মোবাইল ফোনে ছবি তোলে।
বিষয়টি জেনে বাবা মানিক কাজী উত্ত্যক্তকারীদের ডেকে প্রতিবাদ করলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে ওই বখাটে দুই ভাই। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এলাকাবাসীর অভিযোগ এ দুই ভাই দীর্ঘদিন ধরে প্রায়ই সময় স্কুলগামী ছাত্রীদের মোবাইল ফোনে ছবি তুলে ও নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল।
এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, আমাদের কাছে অভিযোগ এসেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
0 coment rios: