স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জঙ্গি ও
সন্ত্রাস দমনে ইসলামী চিন্তাবিদ আলেম-ওলামাসহ সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে
হবে। তাহলে এ দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মুল করা সম্ভব।বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররমে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান’ শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ আরো বলেন, ইসলাম শান্তি ও সততার ধর্ম। এই ধর্মে কোনো হানাহানি বা দাঙ্গা-হাঙ্গামার স্থান নেই। কিন্তু একটি মহল পরিকল্পিতভাবে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করছে। এরা ইসরায়েলের এজেন্ট।
দেশের বিভিন্ন স্থান থেকে আসা ইমাম ও আলেমরা এ সমাবেশে অংশ নেন। সমাবেশে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান।
0 coment rios: