স্বদেশসময় টোয়েন্টিফোর ডটকম:
জ্যোতির্বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে নতুন ১০৪টি গ্রহ খুঁজে পেয়েছেন। আর এর মধ্যে এমন ৪টি গ্রহ রয়েছে, যেগুলোতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেছেন।
সৌরজগতের বাইরে নতুন আবিষ্কৃত গ্রহগুলোর প্রার্থী অবশ্য ১৯৭টি গ্রহ ছিল কিন্তু বিচার-বিশ্লেষণ শেষে ১০৪টি গ্রহ সম্পর্কে নিশ্চিত হয়েছেন বিজ্ঞানীরা।
নতুন এই গ্রহগুলো পৃথিবী থেকে ২০ থেকে ৫০ শতাংশ বড়ো। এবং প্রতিটি গ্রহই কে২-৭২ নামক একটি বামন নক্ষত্রকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। যার ব্যাসার্ধ সূর্যের তুলনায় অর্ধেকেরও কম ও অনেক কম আলোকজ্জ্বল। পৃথিবী থেকে যেগুলোর দূরত্ব কমপক্ষে ১৮১ আলোকবর্ষ।
সৌরজগতের বাইরে নতুন আবিষ্কৃত এই ১০৪টি গ্রহের তথ্যে বিশ্লেষণ করে, ৪টি এমন গ্রহ পেয়েছেন, যেগুলোতে পাথর রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এই গ্রহগুলোতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা থাকতে পারে অভিমত বিজ্ঞানীদের।
0 coment rios: