বিশ্ব হেড-নেক ক্যান্সার দিবস আজ
বুধবার। বিশ্বব্যাপী জনসচেতনা বাড়ানো এবংএকই সঙ্গে বিভিন্ন দেশের সরকারসহ
সংশ্লিষ্ট সবার মনোযোগ আর্কষণের লক্ষে২০১৪ সালের ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের
নিউইয়র্ক শহরের টাইম স্কোয়ারে হেড-নেকসার্জন এবং অনকোলজিস্টদের এক সম্মেলনে
প্রতি বছরের ২৭ জুলাই বিশ্বব্যাপীহেড-নেক ক্যান্সার দিবস পালনের
সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বাংলাদেশ এই সংগঠনের সক্রিয়সদস্য।
দিবসটি
উপলক্ষে বাংলাদেশ সোসাইটি অব হেড-নেক সার্জনস বাংলাদেশ বিকেলবুধবার ৩টায় ঢাকা
রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদসম্মেলনের আয়োজন
করেছে।
হেড-নেক ক্যান্সার বলতে মূলত:গলা মুখের বিভিন্ন গ্রন্থি, জিহবা, স্বযন্ত্র, খদ্যনালীর উপরের অংশ, নাক ওকানের বিভিন্ন ধরনের ক্যান্সার বুঝায়।
হেড-নেক
ক্যান্সার সারাবিশ্বে একটি মারাত্মকমরণব্যাধি, তামাক ও এলকোহল এর মাধ্যমে এর অধিকাংশপ্রতিরোধ
করা যেতে পারে।
Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.
0 coment rios: