শাহরুখের সঙ্গে মেয়ে সুহানা
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন এই বলিউড বাদশা। শাহরুখ খান বলেন, ‘এ ঘটনার বিষয়ে চুপ থেকে সুহানাকে (মেয়ে) সংবাদমাধ্যম থেকে নয়, নিজের কাছ থেকে রক্ষা করেছি।’
শাহরুখের এমন বক্তব্য শুনে অনেকেরই বেশ অবাক লেগেছিল। কারণ সবার মনেই প্রশ্ন জেগেছিল বাবার কাছ থেকে সুহানাকে কেন রক্ষা করতে হবে?
এ প্রসঙ্গে শাহরুখ বলেন, ‘মেয়ের বিকিনি পরা ছবি নিয়ে প্রশ্ন ওঠার পর নিজেকে খুবই ছোট মনে হয়েছিল। যদিও আমরা পারিবারিকভাবে খুবই উদারমনস্ক। কিন্তু ১৬ বছরের মেয়ের ছবি নিয়ে যখন নানা কথা উঠছিল তখন মনের ভেতরে খুব ভালো বোধ করিনি। আসলে আমি সুপারস্টার না হলে সুহানা এবং তার বিকিনি কোনো কিছুই আলোচনার বিষয় হয়ে উঠত না।’
বর্তমানে সোশ্যাল মিডিয়া পুরোদমে দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড তারকাদের সন্তানেরা। বাবা-মায়ের পরিচয় ছেড়ে নিজেদেরকে মেলে ধরতেই তারা বেছে নিচ্ছেন এই ভার্চুয়াল জগৎ। এদের কেউ কেউ হয়তো স্বপ্ন দেখছেন বলিউডের রঙিন জগতে পা রাখার। আর সে কারণেই নিজেদের গ্ল্যামারাস সব ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।
0 coment rios: