এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন মসজিদ পরিদর্শন : ১২০০ বছর আগের মসজিদ :
ধ্বংস হওয়ার পথে ১২০০ বছর আগের মসজিদ
মুঘল আমলের এই মসজিদটি সংস্কারের অভাবে ধ্বংস হওয়ার পথে। সম্প্রতি এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশনের সমন্বয়কারী ইবনুল সাঈদ রানা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারুলিয়া গ্রামে ১২০০ বছর আগের এই ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে গিয়ে ১৬ বছর যাবত ইমামতি করছেন অত্যান্ত ত্যাগি এবং মসজিদটি রক্ষনাবেক্ষনে নিরলস পরিশ্রম করে চলেছেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ‘র সাথে কথা বলেন। এলাকার ইতিহাস এবং মুসলমানদের ঐতিহাসিক স্থাপনা ১২০০ বছর আগের মুঘল শাসন আমলের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজীর স্নেহভাজন অনুসারী শাইখ মোহাম্দ ইয়ার নামক একজন ব্যক্তি এই মসজিদটি প্রতিষ্ঠা করেন বলে এখানের একটি নাম ফলক ছিল, এলাকাবাসি ও প্রত্যক্ষদর্শিরা জানান।
মসজিদটি মেরামত করা এবং এই এলাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষা করার জন্য এলাকাবাসির আবেদনের প্রেক্ষিতে এসইএল চ্যারিটেবল ফাউন্ডেশন মসজিদটি পরিদর্শনে আসে।
0 coment rios: